আলমডাঙ্গার মুন্সিগঞ্জে স্যার আব্দুল হাদী ও সালাউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ স্যার আব্দুল হাদী রতন ও খুলনা বিভাগের ক্রিকেট কোচ সালাউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত পরশু শুক্রবার বেলা ১টায় আলমডাঙ্গার মুন্সিগঞ্জের টাউন ফুটবল মাঠে স্যার আব্দুল হাদী ও সালাউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে ঈশ্বরদী একাদশ ও আমঝুপি একাদশের খেলা অনুষ্ঠিত হয়। টস জিতে আমঝুপি একাদশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে।

জবাবে ঈশ্বরদী একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। এছাড়া গতকাল রাজশাহী একাদশ ও ভেড়ামারা একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা একাদশ টসে জিতে রাজশাহী একাদশকে ব্যাট করতে পাঠাই। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী একাদশ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে। জবাবে ভেড়ামারা একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রানে বুক হয়ে যায়। রাজশাহী একাদশের পক্ষে ২২ বলে ৭৯ রান ও একটি উইকেট শিকার করায় হাসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সংহতি সংঘের সাধারণ সম্পাদক সুরেশ কুমার আগরওয়াল পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লিগের যুগ্মআহ্বায়ক দেবেন্দ্রনাথ বাবুলাল, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, সাবেক ক্রিকেটার শহিদুদ্দোজা মিল্টন, আবিদ্দোজ্জা কেবল, মোস্তাফিজুর রহমান পুলক, বিমল শর্মা, তুষার আব্দুল্লাহ, ইউপি সদস্য হিরালাল প্রমুখ। আম্পায়ারের দায়িত্বে ছিলেন খাসকররা ডিগ্রি কলেজের অধ্যাপক গোলাম রসুল ও পলাশ। খেলাটি পরিচালনা করেন রনি মাহমুদ, রিকু, সাদ্দাম হোসেন, লিপন, কমনসহ অনেকে। প্রতিবারের মতো এবারো দৈনিক মাথাভাঙ্গা খেলাটির মিডিয়া পার্টনার। এছাড়া জেলার প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান স্পন্সর।