আলমডাঙ্গার বগাদীতে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ক্রিকেটের পুরস্কার বিতরণ

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বগাদী স্কুলমাঠে অনুষ্ঠিত সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইনালে হারদী ক্রিকেট একাদশ ও আরএস ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। প্রথমে ব্যাটিং করে হারদী ক্রিকেট একাদশ ১৬২ রান সংগ্রহ করে। জবাবে আরএস ক্রিকেট একাদশ ১৪২ রানে অলআউট হয়। ফলে হারদী ক্রিকেট একাদশ ২০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গতকাল শুক্রবার বিকেলে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথি বলেনন, ক্রিকেট এখন শুধু বাংলাদেশের কোটি মানুষ নয়, ফুটবলপ্রিয় দেশগুলোতেও জনপ্রিয় হতে চলেছে। আমার দেশের দামাল ছেলেরা যেভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে একদিন নিশ্চয় আমরা বিশ্বক্রিকেটের শিরোপা ঘরে তুলবো। তোমারা যারা আজ ক্রিকেট খেলছো বাংলার টাইগারদের উত্তরসূরি হিসেবে তোমাদেরকেও এগিয়ে যেতে হবে। সমাজসেবক মনির উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাউছার আহম্মেদ বাবলু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।