আলমডাঙ্গার ঘোষবিলায় বঙ্গবন্ধ-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

কেএ মান্নান: আলমডাঙ্গা জামজামির ঘোষবিলা প্রাইমারি স্কুলমাঠে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত মঙ্গলবার সম্পন্ন করা হয়েছে। বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরোতন পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালকদল ও জামজামি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বালকদল মুখোমুখি হয়। পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে জামজামি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে ঘোষবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী ক্ষুদে খেলোয়াড়দল নওদা পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট বিজয়ী চ্যাম্পিয়ন দল হিসাবে নিজেদের নাম লেখায়। শেষে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বিজয়ীদের মাঝে গোল্ডকাপ ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাসভাপত্বি করেন জামজামি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. রাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আ.লীগ নেতা শাহারুজ্জামান। জামজামি সরকারি প্রাথমিক বিধ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, রফিকুল ইসলাম, আফজাল হোসেন, জহুরুল ইসলাম, তৈয়ব আলী, মখলেছুর রহমান, খায়রুল বাশার, আব্দুল মালেক, আব্দুর লতিফ, মোছা. চীনা খাতুন প্রমুখ। প্রধান অতিথি রানারআপ ও চ্যাম্পিয়ন বিজয়ীদলের হাতে গোল্ডকাপ ক্রেস্ট প্রদান করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অয়োজক প্রতিষ্ঠান ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ আহমেদ।