আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবলে আলমডাঙ্গা ভাংবাড়িয়া ফুটবল একাদশ জয়ী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৮ম ম্যাচে আলমডাঙ্গা ভাংবাড়িয়া ফুটবল একাডেমি ৪-১ গোলে পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা টাউনমাঠে টুর্নামেন্টের ম্যাচে নির্ধারিত সময়ে কোনোপক্ষই একে অপরের জালে বল জড়াতে পারেনি। ফলে বাইলজ অনুযায়ী খেলার ফলাফল নিশ্চিত করতে টাইব্রেকার পদ্ধতির সহায়তা নেয়া হয়। টাইব্রেকারে আলমডাঙ্গা ভাংবাড়িয়া ফুটবল একাডেমি ৪-১ গোলে পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচত হয় পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় স¤্রাট শাহজাহান।
খেলা শেষে অংশগ্রহণকারী দুটি দলকে ম-ল স্পোর্টস ও রয়েল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে উভয় দলকে ক্রেস্ট ও ১টি করে ফুটবল পুরস্কার দেয়া হয়। ভাংবাড়িয়া ফুটবল একাডেমি ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব। পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল। ম্যান অব দ্য ম্যাচ স¤্রাট শাহজাহানের হাতে মিনিস্টার ফ্রিজের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম। গতকাল মাঠে খেলা উপভোগ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা পরিষদের কাউন্সিলর রকিবুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দার, হাফিজুর রহমান লিটন, জহুরুল ইসলাম বেলুসহ শ শ দর্শক।
আজ একই মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হবে জুড়ানপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমি।