আর্সেনালের নয় বছরের অপেক্ষার অবসান

 

মাথাভাঙ্গা মনিটর: অবশেষে অপেক্ষার অবসান হলো আর্সেনালের। দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলের জয়ে এফএ কাপের শিরোপা জিতেছে দলটি।এ এফএ কাপেই সর্বশেষ কোনো শিরোপা জিতেছিলো আর্সেন ভেঙ্গারের দল। ২০০৫সালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ফাইনালে হারিয়েছিলো তারা।শনিবার ইংল্যান্ডেরদ্বিতীয় সেরা টুর্নামেন্টের ফাইনালের শুরুতেই আর্সেনালকে চমকে দেয় হাল সিটি।ওয়েম্বলি স্টেডিয়ামে মাত্র ৯ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় প্রথমবারের মতো বড় কোনোপ্রতিযোগিতার ফাইনালে খেলা দলটি।তৃতীয় মিনিটে প্রথম গোলটি করেন জেমসচেস্টার। কর্নার থেকে বল পেয়ে হাডলস্টোনের ফ্লিক গোলটির উৎস। সুবিধাজনক জায়গা পেয়েদলকে এগিয়ে নিতে ভুল করেননি চেস্টার।পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণে যাওয়ার আগেইনবম মিনিটে কার্টিস ডেভিসের লক্ষ্যভেদে আরেকটি ধাক্কা খায় আর্সেনাল।১৩তমমিনিটে ব্যবধান আরো বাড়ানোর সুযোগ ছিলো হাল সিটির। ব্রুসের হেড গোললাইন থেকে ফিরিয়েদিয়ে সেবার দলকে বাঁচান গিবস।১৭তম মিনিটে ২৫ গজ দূরের ফ্রিকিক থেকে সান্তিকাসোরলার লক্ষ্যভেদে ব্যবধান কমায় আর্সেনাল।বিরতির পর সমতা ফেরাতে মরিয়াআর্সেনালকে ৭১ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রেখেছিল ১৬তম স্থানে থেকে এবার ইংলিশ প্রিমিয়ারলিগ শেষ করা হাল সিটি। লরেন্ত কোসাইনলির জোরালো শট ফেরানোর কোনো সুযোগই পাননি হালসিটির গোলরক্ষক ম্যাকগ্রেগর।এরপর আরো ধারাল হয়ে উঠে গানার্স নামে পরিচিতআর্সেনালের আক্রমণগুলো; কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ৮৯তম মিনিটে সাগনাঅবিশ্বাস্য মিস না করলে তখনিই জিতে যেতে পারতো আর্সেনাল।অতিরিক্ত সময়েরঅলিভার জিরুদের হেড ক্রসবারে লেগে ফিরলে আর্সেনাল হারায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ।এই সময়ে হাল সিটির রক্ষণভাগে প্রচণ্ড চাপ সয়েও প্রথমার্ধ পর্যন্ত নিজেদের জাল অক্ষতরেখেছিল দলটি।দ্বিতীয়ার্ধের অ্যারন রামসের লক্ষ্যভেদে ম্যাচে প্রথমবারেরমতো এগিয়ে যায়। ১১৫তম মিনিটে সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ পেয়েছিল হাল সিটি।অল্পের জন্য জোরালো শটটি লক্ষভ্রষ্ট হলে বেঁচে যায় আর্সেনাল।