আর্জেন্টিনা-বেলজিয়াম, রাত ১০:০০ নেদারল্যান্ডস- কোস্টারিকা, রাত ২:০০

 

সিপিএল’এ খেলা হচ্ছে না সাকিবের

স্টাফ রিপোর্টার: ক্যারিবিয়ানপ্রিমিয়ার লিগ (সিপিএল) খেলা হচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের।অনাপত্তিপত্র ছাড়াই খেলতে যাওয়ায় এ অলরাউন্ডারকে দেশে ফেরার নির্দেশদিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিপিএলে খেলতে গত ২ জুলাই সকাল১০টায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব। এই মুহূর্তে লন্ডনেঅবস্থান করছেন তিনি। আগামী ৭ জুলাই তার সম্পর্কে সিদ্ধান্ত জানাবে বিসিবি।আগস্টেওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দুটি টেস্ট,তিনটি ওয়ানডে ওএকটি টি- টোয়েন্টি ম্যাচ খেলবে দু দল। সফরকে সামনে রেখে এরই মধ্যে জাতীয়দলের খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। গত ১ জুলাই ক্রিকেটাররা রিপোর্টকরেন। এদিন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাকিব।জাতীয়দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পুরো সময়ের জন্য তাকে ছাড়তে নারাজ কোচচন্ডিকা হাথুরুসিংহে। কোচ চাইছিলেন,সাকিব ৩১ জুলাই পর্যন্ত সিপিএলে খেলেদেশে ফিরে অনুশীলনে যোগ দিক। কোচের ইচ্ছে অনুযায়ী ৩১ জুলাই পর্যন্তসিপিএলে খেলে দেশে ফিরতে রাজিও ছিলেন সাকিব। কিন্তু লন্ডন পৌঁছুনোর পরবোর্ডের পক্ষ থেকে সাকিব জানতে পারেন,তাকে অনাপত্তিপত্র দেয়া হবে না।

বিসিবিরভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, সাকিবকে দেশে ফিরে দ্রুত ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।
সিপিএল ১১জুলাই শুরু হয়ে শেষ হবে ১৬ আগস্ট। সাকিব খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টেরহয়ে। ১২ জুলাই বার্বাডোজের প্রথম ম্যাচ। ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরেওবার্বাডোজের হয়ে মাঠে নেমেছিলেন বাঁহাতি এ অলরাউন্ডার। এ দলের অধিনায়কহার্ডহিটার ব্যাটসম্যান কাইরন পোলার্ড। এ ছাড়া,পাকিস্তানের ইমরান নাজির ওশোয়েব মালিকও সাকিবের দলে রয়েছেন।

 

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত