আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

মাথাভাঙ্গা মনিটর: পায়ের পেশির চোটের কারণে অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দু ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। চোট কাটিয়ে তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তাই এ মাসে ইকুয়েডর ও বসনিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২২ সদস্যের দলে প্রত্যাশা মতোই চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে রেখেছেন আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া। দলে ফিরেছেন স্ট্রাইকার গনসালো হিগুয়াইনও। গত মাসে পেরু ও উরুগুয়ের বিপক্ষে ঐ দুই ম্যাচে তিনিও চোটের জন্য খেলতে পারেননি। তার আগে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি এ মরসুমে রিয়াল মাদ্রিদ থেকে নাপোলিতে যোগ দেয়া হিগুয়াইনের।
২ বছর পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ২০১১ সালে আর্জেন্টিনার পক্ষে সর্বশেষ খেলেছিলেন তিনি।