আর্জেন্টিনাকে ফিফার জরিমানা

মাথাভাঙ্গা মনিটর: ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের সবচেয়ে বড় তারকালিওনেল মেসি তো দূরের কথা,কোনো খেলোয়াড়কেই সাথে আনছিলেন না আর্জেন্টিনারকোচ আলেহান্দ্রো সাবেইয়া। সাংবাদিকদের সাথে সাথে ফিফাও তাই হতাশ। এ নিয়েটুর্নামেন্টের নিয়ম ভাঙায় ফাইনালের প্রস্তুতি নেয়া দেশটিকে জরিমাণা করেছেবিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।আর্জেন্টিনারফুটবল অ্যাসোসিয়েশনকে ৩ লাখ সুইস ফ্রা জরিমানা করেছে ফিফা।ব্রাজিল বিশ্বকাপেরফাইনালে ওঠা আর্জেন্টিনা তাদের সবশেষ চারটি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোনো খেলোয়াড়পাঠায়নি।
সাংবাদিকদের মুখোমুখি হন কেবলমাত্র কোচ আলেহান্দ্রো সাবেইয়া। এতে প্রতিযোগিতারমিডিয়া ও মার্কেটিং নিয়ম লঙ্ঘন হয়েছে ভাঙার কারণেই এ জরিমানা গুণতে হচ্ছে তাদের।ফিফা জানিয়েছে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট এবং প্রতিযোগিতার মিডিয়া ও মার্কেটিং নিয়মলঙ্ঘন হয়েছে এতে।নিয়মানুযায়ীম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলার জন্য অন্তত একজন খেলোয়াড়কে রাখতে হবে। গ্রুপপর্বে নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচ দিয়ে নিয়ম ভাঙা শুরু করে দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদলটি।এরপর শেষ ষোলোতেসুইজারল্যান্ড,শেষ আটে বেলজিয়াম ও শেষ চারে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগেওএকই কাজ করে আর্জেন্টিনা। ধারাবাহিকভাবে এ নিয়ম ভঙ্গের কারণে ফাইনালের আগেই জরিমানারখবর পেতে হলো তাদের।