আম্পায়ারিঙে দোষারোপ করে আইসিসিতে যাবে ভারত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ভারত সিরিজ শেষ হয়েছে দু দিন আগে। তবে সিরিজ নিয়ে যেন নতুন বিতর্ক জন্ম দিচ্ছে। আর সেই বিতর্কটা বাংলাদেশের আম্পায়ার এনামুল হককে নিয়ে। প্রথমবারের মতো টাইগারদের কাছে সিরিজ হারা ভারত নাকি এনামুলের বিরুদ্ধে বাজে আম্পায়ারিঙের অভিযোগ এনে আইসিসির দ্বারস্থ হতে যাচ্ছে। এমনই খবর প্রকাশ করেছে কোলকাতার একটি দৈনিক পত্রিকায়। তবে আম্পায়ারিং নিয়ে বিতর্ক কেবল এ সিরিজেই নয়, এর আগেও উঠেছে। বিশ্বকাপে যখন ভারত-বাংলাদেশ মুখোমুখি হয়েছিলো তখনও ইয়ান গোল্ড এবং আলিমদারের বাজে আম্পায়ারিংও সমালোচনার সম্মুখীন হয়। রোহিত শর্মাকে করা রুবেলের বল নো না হওয়াতেও তা নো বল।

পত্রিকাটিতে বলা হয়েছে, এক যুদ্ধ শেষ। অন্য যুদ্ধ শুরু। বাংলাদেশ সফরোত্তর ভারতীয় শিবিরের অবস্থা বর্ণনা করতে গেলে এটাই লিখতে হবে। যেখানে সিরিজ শেষ হওয়ার পরেও প্রতিপক্ষ থাকছে। এবং যে প্রতিপক্ষের নাম মোটেও মাশরাফি মর্তুজার বাংলাদেশ নয়। তিনি সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজের ফিল্ড আম্পায়ার। এবং ঘটনাচক্রে তিনিও বাংলাদেশের। তিনি এনামুল হক। যার বিরুদ্ধে এখন ভারতীয় বোর্ডের মাধ্যমে আইসিসির দ্বারস্থ হতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।