আমি উইকেট দেখে খুশি হই না: মুস্তাফিজ

মাথাভাঙ্গা মনিটর: ‘আমি উইকেট দেখে খুশি হই না। বল অনেক দ্রুত যাবে, তার জন্য যে আমি খুশি এমন না। আমি খেললে আমার কাজ হলো, আমি কিভাবে ভালো করবো। আমি ভালো করলে আমার দলের উপকার হবে।’ উইকেট সেভাবে দেখিনি। পাশ দিয়ে গেছি। গত ম্যাচের উইকেটের চেয়ে এটা অনেক ভালো। ৩৩৩ রানে হারা প্রথম টেস্টে দলের সেরা বোলার মুস্তাফিজ। দ্বিতীয় টেস্টে দলকে দিতে চান আরও বেশি কিছু।

কি করলে দলের আরও ভালো হবে সেই চেষ্টা থাকবে (সবুজ উইকেট নিয়ে) ওইভাবে কোনো ভাবনা নেই। ভালো বোলিং করতে পারলে যে কোনো উইকেটে ভালো। দক্ষিণ আফ্রিকার পেসারদের মতো গতির ঝড় তোলার সামর্থ্য নেই বাংলাদেশের বোলারদের। তাই বৈচিত্র্যের দিকে বেশি মনোযোগ দেয়ার আহ্বান জানালেন মুস্তাফিজ।

আমরা ওদের মতো অত জোরে, ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করি না। তাই প্রথম টেস্টে চেষ্টা করেছিলাম, আমার যে বৈচিত্র্য আছে, পাশ পাল্টানো, আমার কাটার এগুলো করার জন্য। এর জন্য হয়তো ভালো হয়েছে। প্রথম টেস্টের হারের ধাক্কা কাটিয়ে ব্লুমফন্টেইনে নিজেদের মেলে ধরতে চায় বাংলাদেশ। বল হাতে সেখানে সামনে থেকেই নেতৃত্ব দিতে চান মুস্তাফিজ।