আমাদের মূল সম্পদ আত্মবিশ্বাস: মাশরাফি

স্টাফ রিপোর্টার: অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পরশ পাথর হাতে নিয়ে এসেছেন বলেই মনে হচ্ছে। এ দফা দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ১৪টি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন; যার মধ্যে ১১টি জয়, একটি পরিত্যক্ত এবং মাত্র ২টি পরাজয়! এ বিস্ময়কর ধারা ধরে রাখার পথে আজ শুক্রবার নতুন এক চ্যালেঞ্জে দল নিয়ে মাঠে নামবেন মাশরাফি। এবার চ্যালেঞ্জ তার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও এ ধারা ধরে রাখা। সেই চ্যালেঞ্জ নিতে তার দল প্রস্তুত বলেই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বললেন মাশরাফি:

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও কী জয় পাওয়া সম্ভব? আমি ইতিবাচকভাবে ভাবছি। তিনটা ওয়ানডে যেভাবে খেলেছি, এখানে ফরম্যাটটা আলাদা একই রকম খেলতে পারলে ভালো ফলাফল আসবে। সব ফরম্যাটেই শুরুটা গুরুত্বপূর্ণ, তবে টি-টোয়েন্টি সেটা আরো বেশি করে গুরুত্বপূর্ণ। আশাকরি, আমরা যদি কাল শুরুটা ভালো করি, তবে ভালোই হবে। আমরা কী আসলেই এখন এই ফরম্যাটে জয়ের আশা করতে পারি? অবশ্যই আমরা জয়ের আশা করতে পারি। বোলাররা যেভাবে বোলিং করছে, ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছে; সেভাবে খেলতে পারলে অবশ্যই আমরা জেতার আশা করতে পারি। কিন্তু সত্যিকারের একটা টি-টোয়েন্টি দল যদি দাঁড় করাতে চাই, তবে আমাদের এখনো অনেক সীমাবদ্ধতা আছে। যেমন ব্যাটিংয়ের সাত বা আট নম্বরে একজন এক্সট্রা অর্ডিনারি হিটার দরকার হয় বা সাকিবের সাথে আরো দুই তিনজন খুব ভালো বোলার। এখনো আমরা বড় দলগুলোর মতো হতে পারিনি। টি-টোয়েন্টিতে ভালো করার জন্য আমাদের আত্মবিশ্বাস দরকার। শুরুটা ভালো হলে আমরা তা পারবো।