আমলার সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার হার

 

মাথাভাঙ্গা মনিটর: শুরুতেই ব্যাট হাতে নেমেছিলেন। আউট হয়েছেন অষ্টম ব্যাটসম্যান হিসেবে।মাঝখানে ১১টি চারে খেলেছেন ১০২ বলে ১০১ রানের ইনিংস। সর্বশেষ চার ওয়ানডেতেতিন নম্বর সেঞ্চুরি। কিন্তু বৃথা গেল হাশিম আমলার ১৪ নম্বর ওয়ানডেসেঞ্চুরিটি। প্রায় নিঃসঙ্গ লড়াই করেও দলকে জেতাতে পারলেন না। পাল্লেকেলেতেস্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৮৭ রানে হারলো দক্ষিণ আফ্রিকা।প্রথমে ব্যাটকরে তিলকারত্নে দিলশানের ৮৬,মাহেলা জয়াবর্ধনের ৪৮ আরথিরিমান্নে-ম্যাথুসের দুটো ত্রিশের ঘরের ইনিংসে ২৬৭ রানে অলআউট হয়শ্রীলঙ্কা। ৫ উইকেটে ২৫৬ রান থেকে ১১ রান যোগ করতেই হারায় শেষ পাঁচ ব্যাটসম্যানকে। লেজটা ছেঁটে দেন ৪৮ রানে ৪ উইকেট নেয়া রায়ান ম্যাকলারেন।

ভালোএকটা অবস্থানে থেকেও শেষ দিকে স্লগ করে ভালো পুঁজি পায়নি শ্রীলঙ্কা। তিনম্যাচ সিরিজের প্রথমটা হেরেও গিয়েছিলো। গতকাল হারলে সিরিজও সমর্পণ করতে হয়। এমনঅবস্থায় দলকে বাঁচালেন লাসিথ মালিঙ্গা। মাত্র ৬ ওভার বল করে ২৪ রানেনিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে তিনজনই প্রথম তিন ব্যাটসম্যান। যাদের মধ্যেআছেন প্রতিরোধ গড়া আমলাও।
আমলার সেঞ্চুরি পর দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানএসেছে অধিনায়ক ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। এখানেও বোঝা যায় আমলার এনিঃসঙ্গ লড়াইটা। অথচ ডি ভিলিয়ার্সের সাথে দ্বিতীয় উইকেটে তোলা ৭৫ রানেরজুটিটায়ও বেশ শক্ত অবস্থানে ছিলো সফরকারীরা। ২ উইকেটে ১০১ রান-সেখান থেকেগতকালকের ব্রাজিল দলের মতো একেবারে ধরাশায়ী। শেষ ৮ উইকেট পড়েছে ৭৯ রানে!
সিরিজের শেষ ওয়ানডে ১২ জুলাই,হাম্বানটোটায়।