আমঝুপিতে টি-টোয়েন্টি ক্রিকেট লিগে আমঝুপি পাবলিক ক্লাব চ্যাম্পিয়ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের আমঝুপিতে কাপ টি-২০ ক্রিকেট লিগে আমঝুপি পাবলিক ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল চুয়াডাঙ্গা জীবনগর পৌর একাদশকে ৭ উইকেটে পরাজিত করে। আমঝুপি পাবলিক ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা এ লিগের আয়োজন করেন।

টস জিতে চুয়াডাঙ্গা জীবনগর পৌর একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিমুল ৩৯ বলে ৫৪ রান সংগ্রহ করেন। বিজয়ী দলের পক্ষে সাগর ৪ ওভার বলে করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট লাভ করে। ১৬৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পোঁছায়। দলের পক্ষে লিজন ৩৭ বলে ৫৭, সেলিম ৫০ বলে ৪৭ ও পল্লব ১৩ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। লিজন ও সাগর যৌথভাবে সেরা ম্যাচের খেলোয়াড় নির্বাচিত হয়। লিগের সেরা খেলোয়াড় হয়েছেন পরাজিত দলের অধিনায়ক শিমুল।

খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমঝুপি পাবলিক ক্লাবের সহসভাপতি খলিলুর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মতিউল আশরাফ, মেহেরপুর সরকারি কলেজের অবসর প্রাপ্ত ক্রীড়া শিক্ষক মাসুদুল হাসান, সাবেক ক্রিকেটার আব্দুস সালাম প্রমূখ।

সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় দলের ক্রিকেটারদের খেলার সাথে আমাদের মফস্বলের ক্রিকেটারদের খেলার ধরনের মধ্যে কোনো পার্থক্য নেয়। এদেরকে সঠিকভাবে তত্ত্বাবধায়ন করতে পারলে ইমরুল কায়েসের মতো মেহেরপুরের অনেক প্রতিভাবান ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিতে পারবে। মেহেরপুরের আমঝুপিসহ প্রতিটি গ্রামে জাতীয় মানের ক্রিকেটার তৈরি করতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার অঙ্গীকার করেন তিনি।