আবার শীর্ষে আর্সেনাল

মাথাভাঙ্গা মনিটর: আগের দিন ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষে উঠেছিলো ম্যানচেস্টার সিটি। গতকাল রোববার নিউক্যাসল ইউনাইটেডকে একই ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে আর্সেনাল। নিউক্যাসলের মাঠ সেইন্ট জেমস পার্কে প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেলেও আর্সেনাল কোনোটাই কাজে লাগাতে পারেনি। স্বাগতিকরাও অবশ্য দুর্ভাগা। তাদের ফরাসী মিডফিল্ডার মুসা সিসোকোর শট ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক। ফ্রান্সেরই ডিফেন্ডার ম্যাথিউ ডেবুশির হেড বারে লেগে ফিরে এসে বিরতির আগে আরেকবার হতাশ করে নিউক্যাসলকে। শেষ পর্যন্ত একজন ফরাসীই ম্যাচের ভাগ্য নির্মাতা। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটে আর্সেনালের মহামূল্যবান গোলটি অলিভিয়ে জিরুর। ইংল্যান্ডের ফরোয়ার্ড থিও ওয়ালকটের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে দেন ফ্রান্সের এ স্ট্রাইকার। ৭ ম্যাচ পর গোলের দেখা পেলেন জিরু। ১৯ ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ৪২ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।