আন্তর্জাতিক ফুটবল ম্যাচে বোমা হামলার পরিকল্পনা পণ্ড

 

জেদ্দায় অনুষ্ঠিত ২০১৮ সালের বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে বোমা হামলার পরিকল্পনা পণ্ড করে দিয়েছে সৌদি আরব। দেশটির নিরাপত্তা বাহিনী জানায়, জঙ্গিরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বাছাই পর্বের ম্যাচটিতে গাড়ি বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের আমরা আটক করেছি। এ সময় আরো জানানো হয়, ইসলামিক স্টেট নামধারী জঙ্গি সংগঠনের সদস্যরা রিয়াদে এক নিরাপত্তা কর্মীকে হত্যার পরিকল্পনা করলে শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা সফল হতে দেয়নি দেশটির সরকার। গত ১১ অক্টোবর জেদ্দায় বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় মুখোমুখি হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটিতে সৌদি আরব ৩-০ গোলে জয় পায়। এই ম্যাচ চলাকালে স্টেডিয়াম এলাকায় হামলার পরিকল্পনায় জড়িত থাকার অপরাধে এবং এক নিরাপত্তা কর্মীকে হত্যা চেষ্টায় জড়িত থাকায় ৮ জনকে আটক করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে দুইজন পাকিস্তানি, একজন সিরিয়ান ও একজন সুদানের নাগরিক আছে। বাকিরা সৌদি আরবের নাগরিক। এ ছাড়াও কাতিফ ও দাম্মাম শহরে হামলা পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত দুই বছর যাবৎ আইএস নামধারী জঙ্গি গোষ্ঠীর আক্রমণের শিকার হচ্ছে সৌদি আরব। জুলাই মাসে মদিনা শহরের নিকটে তারা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে চারজন নিরাপত্তা কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, জুন মাসে সৌদি রাজ্যে ২৬টি জঙ্গি হামলা হয়।