আজ শনিবার থেকে বিশ্বকাপের নক আউট পর্বের লড়াই

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলবিশ্বকাপে প্রথম পর্যায়ে গ্রুপ পর্বে জয় নিয়ে নকআউট পর্বে উঠেছে ১৬টি দল।যোগ্যতার প্রমাণ দিয়ে প্রতিপক্ষকে পরাজিত করেই ফেভারিট ১৬টি দল দ্বিতীয়রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে গ্রুপ পর্বের খেলায় এ গ্রুপ থেকে  ব্রাজিলও মেক্সিকো দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে। এছাড়া বি গ্রুপ থেকেনেদারল্যান্ডসও চিলি,সি গ্রুপ থেকে কলম্বিয়া ও গ্রীস,ডি গ্রুপ থেকেকোস্টারিকা ও উরুগুয়ে, ই গ্রুপ থেকে ফ্রান্স ও সুইজারল্যান্ড, এফ গ্রুপথেকে আর্জেন্টিনা ও নাইজেরিয়া জি গ্রুপ থেকে জার্মানি ও যুক্তরাষ্ট্র, এবংএইচ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বেলজিয়াম ও আলজেরিয়া। তবে এশিয়ার কোনোদলই এবার দ্বিতীয় রাউন্ডে ওঠার যোগ্যতা অর্জন করতে পারেনি। সেই সাথে সাবেকবিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন,ইতালি,ইংল্যান্ডের মতো দল ঝড়ে পড়েছে প্রথমপর্বেই।বিশ্বকাপের সূচিতে গতকাল শুক্রবার কোনো খেলা নেই। আজ শনিবার থেকে শুরুহতে যাচ্ছে নকআউট পর্ব। প্রথম ম্যাচেই স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হতেযাচ্ছে চিলি। রাত ১০টায় বেলো হরিজোন্তে স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।দ্বিতীয় খেলাটি শনিবার রাত ২টায় রিওডি জেনেরিওতে।