আজ ঢাকায় আসছেন শচীন

 

স্টাফ রিপোর্টার: ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার আজ মঙ্গলবার সকালে ঢাকা আসছেন। তবে ক্রিকেট খেলতে নয়, ক্লাব উদ্বোধন করতে। ঢাকা প্রিমিয়ার লিগের দল গাজী ট্যাংকের মালিক লুৎফর রহমানের সাথে দীর্ঘদিনের সখ্যতা টেন্ডুলকারের। আর তার বদৌলতে আবার বাংলাদেশের মাটিতে পা দেবেন ক্রিকেটের ডন। শচীনের উপস্থিতিতে ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে লোগো উন্মোচন অনুষ্ঠানটি। পাশাপাশি ইউনিসেফের প্রতিনিধি হিসেবে ঢাকার আশেপাশে একটি স্কুলে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। এরপর মঙ্গলবার রাতেই মুম্বাই ফিরে যাবেন শচিন।

উল্লেখ, লুৎফর গত বছর তার দল গাজী ট্যাংকের নাম বদলে রাখার জন্য আবেদন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। বিসিবি সর্বসম্মতিক্রমে তাকে অনুমতি দেয়া হয়েছে নাম বদলের। এ ক্লাবটির নাম এখন হবে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’। তবে উদ্বোধন করেই চলে যাবেন লিটল মাস্টার। কারণ, ভারতে চলছে ইন্ডিয়ান সুপার লিগ  ইন্ডিয়ান (আইএসএল)। টেন্ডুলকার কেরালা দলের অন্যতম মালিক।