আজহারউদ্দিনকে ছাড়িয়ে ধোনির রেকর্ড

মাথাভাঙ্গা মনিটর: মোহাম্মদ আজহারউদ্দিনকে ছাড়িয়ে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি।বার্মিংহ্যামের এজবাস্টনে গত মঙ্গলবার ইংল্যান্ডকে ৯ উইকেটেহারিয়ে এই রেকর্ড গড়েন ধোনি। ধোনির অধীনে ভারতের এটা ৯১তম ওয়ানডেজয়।আজহারউদ্দিনের অধীনে ১৭৪ ম্যাচে ৯০টি জয় পেয়েছিলো ভারত। আর ইংল্যান্ডেরবিপক্ষে চতুর্থ ওয়ানডেটি ছিলো অধিনায়ক ধোনির ১৬১তম ওয়ানডে।অধিনায়ক হিসেবেওয়ানডেতে সবচেয়ে বেশি জয়ের বিশ্ব রেকর্ডটি রিকি পন্টিঙের। অস্ট্রেলিয়ার সাবেকঅধিনায়ক তার দলকে ১৬৫টি ম্যাচে জয় এনে দিয়েছিলেন। অধিনায়ক হিসেবে ১০০’র বেশিওয়ানডে জেতা অধিনায়ক আর একজনই আছেন-অস্ট্রেলিয়ার অ্যাল্যান বর্ডার।হতাশাজনকএকটি টেস্ট সিরিজ শেষ করার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় ধোনির ভারত। প্রথম ওয়ানডেবৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা তিন ম্যাচ জিতে পাঁচ ওয়ানডের সিরিজটা ৩-০ ব্যবধানেজিতেছে তারা।