আগুয়েরোর হ্যাটট্রিকে সিটির বিশাল জয়

মাথাভাঙ্গা মনিটর: সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগে বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। কিউপিআরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।রোববারের এই ম্যাচে সিটির অন্য তিনটি গোল করেন আলেকসান্দার কোলারভ, জেমস মিলনার ও দাভিদ সিলভা। ঘরের মাঠ ইতিহাদে কিউপিআরের বিপক্ষে চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন সের্হিও আগুয়েরো। প্রতিপক্ষের রক্ষণের ভুলের সুযোগে বাঁ পায়ের আলতো শটে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার এ স্ট্রাইকার। ৩১তম মিনিটে চমৎকার ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন আলেকসান্দ্রার কোলারভ। ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে জড়ান সার্বিয়ার এ ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি জয়টাও নিশ্চিত করেন আগুয়েরো। ৫০তম মিনিটে সিলভার বাড়ানো বল পেয়ে দ্বিতীয় গোলটি করার পর ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন আগুয়েরো। এ তিন গোলের সাহায্যে ২৫ গোল নিয়ে এবারের ইপিএলে গোলদাতাদের তালিকার শীর্ষে নিজের অবস্থান আরও মজবুত করলেন আগুয়েরো। ২০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেইন। ৭০তম মিনিটে দলের পঞ্চম গোলে অবদান রাখেন আগুয়েরোর। তার বাড়ানো বল পেয়ে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার মিলনার। আর ৮৭তম মিনিটে উইলফ্রাইড বোনির ব্যাকপাস পেয়ে স্কোর বোর্ডে নাম লেখান স্পেনের সিলভা। এ জয়ে আগামী মরসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সিটি। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৭০, তবে ২টি ম্যাচ কম খেলেছে তারা। চতুর্থ স্থানের দল ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৮। ইপিএলের শিরোপা আগেই শিরোপা নিশ্চিত করেছে চেলসি। আর এ হারের ফলে প্রিমিয়ার লিগ থেকে কিউপিআরের অবনমন নিশ্চিত হয়ে গেল।