আগামীকাল মাঠে নামছে রাশিয়া-আর্জেন্টিনা : নিরাপত্তা জোরদার

মাথাভাঙ্গা মনিটর: ফিফা প্রীতি ম্যাচ। তাতে কি? নিরাপত্তা থাকবে বিশ্বকাপের মতো! ১১ নভেম্বর মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা। গত সোমবার মস্কো পৌঁছেছেন লিওনেল মেসিরা। মস্কোয় এদিন মাইনাস এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনুশীলন করেন তারা। মেসি-আগুয়েরোরা গ্লাভস, লেগিনস পরে অনুশীলন সারেন। প্রচণ্ড ঠাণ্ডায়ও খোশমেজাজে ছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। কিন্তু ঘুম হচ্ছে না রাশিয়া ফুটবল ফেডারেশনের কর্তাদের। সপ্তাহখানেক আগে জঙ্গি সংগঠন আইএস ২০১৮ বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছিলো। ফলে নিরাপত্তার বিষয়টি কোনোভাবেই খাটো করে দেখা হচ্ছে না। সিদ্ধান্ত নেয়া হয়েছে, বৈধ টিকেট থাকলেও অভিযুক্তদের কোনো অবস্থাতেই লুজনিকি স্টেডিয়ামে ১১ নভেম্বরের ম্যাচে ঢুকতে দেয়া হবে না। এখানেই শেষ নয়।

রাশিয়ার রেস্তোরাঁয় অশান্তির অভিযোগে অতীতে গ্রেফতার হয়েছে যারা, তাদেরও স্টেডিয়ামে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১১ নভেম্বর রাশিয়ার বিপক্ষে খেলার তিন দিন পর ক্রাসেনোদারে নাইজেরিয়ার মুখোমুখি হবে দু’বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।