আইসিসির নিয়মের বিপক্ষে শচীন-পন্টিংরা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটকে নতুন ভাবে সাজাতে নানা পরিকল্পনা গ্রহণ করে থাকে আইসিসি। বর্তমানে টেস্ট ক্রিকেট নিয়ে নতুন এক সংস্কারের কথা ভাবছে ক্রিকেটের এই সর্বোচ্চ ক্ষমতার সংস্থাটি। এরই অংশ হিসেবে টেস্ট ম্যাচের সময় পাঁচ দিন থেকে কমিয়ে চারদিনে আনার পরিকল্পনা করছে তারা। এমন পরিকল্পনা মাথায় নিয়েই এগোচ্ছে আইসিসি। তাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাঁচ দিনের পরিবর্তে চার দিনে পরিচালনা করতে চায় তারা। তবে তাদের এমন পরিকল্পনাকে মেনে নিতে পারছেন না অনেক কিংবদন্তী ক্রিকেটার। এই নিয়মের বিপক্ষে মুখ খুললেন ভারতের ব্যাটিং সুপার স্টার শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এমন কি আইসিসির এমন নিয়মের বিরোধীতা করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। তারা চান না টেস্টের সময় সীমা পাঁচ দিন থেকে কমিয়ে চার দিনে করা হোক। শচীনের মতে,‘ স্পিনাররা সম সময় পুরনো বলে বল করতে চায়। আর পঞ্চম দিনে পুরনো উইকেটে তারা একটু বেশি সুবিধা পায়। তাদের এই সুবিধা কেড়ে নেয়া কি উচিত? টেস্ট ক্রিকেটের বর্তমান ফরম্যাটই শুদ্ধ ফরম্যাট, একে পরিবর্তন করা উচিত নয়।’ রিকি পন্টিংয়ের মতে, ‘টেস্ট ম্যাচের সময় সীমা কমানো উচিত হবে না। তবে যারা এর পক্ষে রয়েছেন তাদের যুক্তি শুনতে চাই। বিগত সময়ে অনেক টেস্ট ম্যাচ চার দিনে হয়েছে। সেগুলোর দিকে তাকালে দেখা যায়, বেশির ভাগ ম্যাচ ড্র হয়েছে। এই ড্র ম্যাচ দেখতে নিশ্চয় কারো ভালো লাগবে না। ’