আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন প্রীতি

 

মাথাভাঙ্গা মনিটর: বলিউডেরজারা খ্যাত প্রীতিজিনতা সাবেক প্রেমিক ও আইপিএলের ক্রিকেট দল কিংসইলেভেন পাঞ্জাবের অংশীদার নেস ওয়াহিদার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগেমামলা দায়ের করেছিলেন। তদন্তে নেমে পুলিশ এখনও শ্লীলতাহানির কোনও প্রমাণপায়নি। ফলে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে প্রীতির অভিযোগ। তাই আইনি ঝামেলার বাইরেনিজেদের মধ্যে বোঝাপড়া করেই ব্যাপারটা মিটিয়ে নেয়ার চেষ্টা করছেন দুপক্ষ৷এর অংশ হিসেবে কিংস ইলেভেনের শেয়ার নেসের কাছে হস্তান্তর করে দেয়ারসিদ্ধান্ত নিয়েছেন প্রীতি।ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, নেসের সঙ্গে আর কাদা ছোঁড়াছুড়িতে যেতে চাইছেন প্রীতি। এর অংশ হিসেবে কিংসইলেভেনের শেয়ার নেসের কাছে হস্তান্তর করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি।প্রীতি ও নেস উভয়েই বর্তমানে কিংস ইলেভেন পাঞ্জাবের ২৩ শতাংশেরস্বত্বাধিকারী। চলমান দ্বন্দ্ব মিটমাট করে নিতে প্রীতিই সম্ভবত তার ২৩শতাংশের স্বত্বাধিকার নেসকে দিয়ে দেবেন৷ দলের স্বত্ব ছেড়ে দিয়েই সমস্যামেটাতে চান প্রীতি।

এদিকে নেস ওয়াদিয়ার বাবা নুসলি ওয়াদিয়া অভিযোগ করেন, প্রীতি জিনতার শ্লীলতাহানির মিথ্যা অভিযোগের পরই তাদের পরিবারেরসদস্যদের হুমকি দিচ্ছে এক আন্ডারওয়ার্ল্ড ডন। বলা হচ্ছে,প্রীতি জিনতাকেহেনস্থা করা হলে ফল ভালো হবে না। মুম্বাই পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগজানিয়েছেন তিনি।