আইপিএলে পাকিস্তানি খেলোয়াড় নিতে আইসিসি সভাপতির আহ্বান

Pakistani player Mohammad Sami celebrates with teammates after taking wicket of Indian batsman Suresh Raina during ICC T20 World cup match against India at Eden Garden in Kolkata on Saturday. Express Photo by Partha Paul. 19.03.2016.

 

মাথাভাঙ্গা মনিটর: আলো ঝলমল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি খেলোয়াড়দের অংশ গ্রহণ দেখতে চান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জহির আব্বাস। তিনি বলেছেন, রবিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য চলমান আইপিএলের ফাইনাল ম্যাচ উপভোগ করতে ভারতে সফরকালে তিনি আবারো পাকিস্তানী খেলোয়াড়দেরকে আকর্ষণীয় এ টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করতে বিবেচনার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করবেন। লাহোরে গণমাধ্যমকে আব্বাস বলেন, আইপিএলে পাকিস্তানী খেলোয়াড়রা অন্তর্ভুক্ত থাকলে, লিগের গুরুত্ব ও মর্যাদা আরো বাড়তো। বিসিসিআইর নবনির্বাচিত সভাপতি অনুরাগ ঠাকুরের আমন্ত্রণে আইপিএল ফাইনাল দেখতে এ সপ্তাহে বেঙ্গালুরু যাবেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। একই সঙ্গে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপনেরও আহবান জানান আব্বাস। তিনি বলেন, আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ আমি গ্রহণ করেছি এবং দ্বিপক্ষিক ক্রিকেটীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে এটা আমার জন্য ভাল একটা সুযোগ। যদিও এটা অবশ্যই সরকারের সবুজ সংকেতের বিষয়। আইপিএলের উদ্বোধনী আসরে বেশ কয়েকজন পাকিস্তানী খেলোয়াড় অংশ নিয়েছিলেন। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর বিসিসিআই অর্থ সমৃদ্ধ এ লীগে পাকিস্তানী খেলোয়াড়দের অংশ গ্রহণ বন্ধ করে দেয়া। দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় শুরুর গুরুত্ব সম্পর্কে আলাপকালে আব্বাস বলেন, সকলেই পাকিস্তান-ভারত একে অপরের বিরুদ্ধে খেলা দেখতে চায়। কেননা বিশ্বে এটা সবচেয়ে দর্শনীয় ক্রিকেট লড়াই। তিনি আরো বলেন, আমি মনে করি দ্বিপাক্ষিক এ সিরিজের জন্য সরকারের সকল প্রকার বাঁধা তুলে নেয়া উচিত। আগামী জুলাইয়ের শেষে আইসিসি সভাপতির মেয়াদ শেষ করবেন আব্বাস এবং এরপর তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।