অলিম্পিকের মূল হিটে উঠতে ব্যর্থ মেজবাহ

 

মাথাভাঙ্গা মনিটর: হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ। গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টের হিটে আট জনের মধ্যে চতুর্থ হয়েছেন দেশ সেরা এ স্প্রিন্টার। তার সেরা সময় হলো গত এসএ গেমসে করা ১০ দশমিক ৭২ সেকেন্ড। কিন্তু রিও অলিম্পিকে এ সময়েও পৌঁছুতে পারেননি মেজবাহ। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় এই ইভেন্টের প্রিলিমিনারি রাউন্ডের দুই ৬ নম্বর হিটে ১১ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে চতুর্থ হন তিনি।

দক্ষিণ এশিয়া থেকে মুল হিটে উত্তীর্ণ হন মালদ্বীপের হাসান সাইদ। তিনি সময় নেন ১০.৪৩ সেকেন্ড। প্রিলিমিনারি থেকে যে আটজন উত্তীর্ণ হন তাদের সর্বনিম্ন সময় হলো ১০.৯২ সেকেন্ড।