অভিন্ন লক্ষ্যে লড়বে বার্সা জুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ

 

মাথাভাঙ্গা মনিটর: ফেভারিট বার্সেলোনা ও জুভেন্তাস আজ শনিবার যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে সে সময় উভয় দলেরই লক্ষ্য হবে ‘ট্রেবল’ জয়। কেননা নিজ নিজ লিগ জয়ের পাশাপাশি স্পেন ও ইতালির ক্লাব দুটি এছাড়াও ঘরোয়া আরো একটি শিরোপা তুলে নিয়েই মহাদেশীয় এ লড়াইয়ে নামছে। জার্মানির অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের লড়াইটি ঘিরে এখন ইউরোপ জুড়ে সাজ সাজ রব। এ লড়াইয়ে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জিতবে স্পানিশ জায়ান্টরা।

অপরদিকে জুভেন্তাসের সামনে ‘ট্রেবল’র পাশাপাশি থাকছে প্রায় দু দশক পর আবারো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। বার্সেলোনা এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতলে দারুণ এক রেকর্ড গড়বেন দলটির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। এ তারকা ২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী গোলটি করলেও, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কখনো জালে বল পাঠাতে পারেননি। এমন নয় যে, ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটিতে ইনিয়েস্তার সাফল্য নেই। আজকে খেলায় জুভেন্তাসকে হারিয়ে দিতে পারলেই ইনিয়েস্তার নাম দেখা যাবে রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের কিংবদন্তী মিডফিল্ডার ক্ল্যারেন্স সিড্রফের পাশে, যিনি একাধিক ক্লাবের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনবার এ প্রতিযোগিতার শিরোপা জিতে পরের স্থানেই রয়েছেন ইনিয়েস্তা।

                জাভির বিদায়টা নিশ্চিত হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা জুভেন্তাস তারকা আন্দ্রে পিরলোর জন্যও শেষ ম্যাচ হতে পারে। এ ইতালিয়ান তারকা আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) দল নিউইয়র্ক সিটির সাথে যোগাযোগ করছেন বলে জানা গেছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে জুভেন্তাস থেকে বিদায় নেয়াটা আরো মহিমান্বিত করতে চাইবেন পিরলো।