অবশেষে টেস্ট দল থেকে বাদ নাসির

স্টাফ রিপোর্টার: অনেক দিন ধরেই সেরা ছন্দে নেই নাসির হোসেন। মিডলঅর্ডার এ ব্যাটসম্যান এবার বাদই পড়লেন টেস্ট দল থেকে। ২০১১ সালে টেস্ট অভিষেকের পর এই প্রথম দল থেকে বাদ পড়লেন নাসির। ২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সেই ম্যাচের দল এখনো ঘোষণা না হলেও নিশ্চিত হয়ে গেছে তাতে থাকবেন না ১৬ টেস্ট খেলা নাসির। ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর কোলকাতায় হবে আচার্য্য মেমোরিয়াল ট্রফি। ইডেন গার্ডেনসের দেড়শ বছর পূর্তিতে আয়োজিত এ প্রতিযোগিতার জন্য ঘোষিত বিসিবি একাদশে রয়েছেন নাসির। ২০১১ সালের অক্টোবরে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় নাসিরের। দলে জায়গা পাকা করতে সময় নেননি এ প্রতিভাবান ব্যাটসম্যান। গত বছরের জিম্বাবুয়ে সফর পর্যন্ত ঠিকঠাকই চলছিলো সব। এরপর হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলেন নাসির। শেষ নয় ইনিংসে একটিও অর্ধশতক পাননি তিনি। এ সময়ে বিশের বেশি রান করেন মাত্র তিনবার। ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ সিরিজে দুটি ম্যাচে খেললেও পুরোপুরি নিষ্প্রভ ছিলেন নাসির। চার ইনিংসে মাত্র একবার দুই অঙ্কে পৌঁছান তিনি। নাসিরের শেষ ৯টি টেস্ট ইনিংস এমন ৪৬, ১৯, ৪, ২৯, ৪২, ২, ১৯, ১, ২।