অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির উদ্বোধনী দিনে মুখোমুখি বাংলাদেশ-ভারত

 

স্টাফ রিপোর্টার: আগামী শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের চতুর্থ আসর। উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। নিরাপত্তার কারণে জাপান আসতে না চাওয়ায় সাত দল দু ভাগে খেলবে। পুল ‘এ’তে বাংলাদেশের সঙ্গে আছে ভারত ও ওমান। পুল ‘বি’তে চার দল পাকিস্তান, চীন, চাইনিজ তাইপে ও হংকং।

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে আগামী ২৭ সেপ্টেম্বর। রোমান সরকার, আশরাফুল ইসলাম, আরশাদ হোসেন ও ফজলে রাব্বি-জাতীয় দলের এ চার জন আছেন অনূর্ধ্ব-১৮ দলে। এশিয়া কাপ সামনে রেখে যুবারা গত দু মাস ধরে কাওসার আলীর অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন করছে যুবারা। চেনা টার্ফে, পরিচিত দর্শকের সামনে ফাইনালে খেলার আশা করছে বাংলাদেশ।

বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি খাজা রহমতউল্লাহ সাংবাদিকদের বলেন, ভারতকে এগিয়ে রাখছি; কিন্তু বয়সভিত্তিক পর্যায়ে পাকিস্তানকে পেছনে ফেলে ফাইনালে খেলার আশা আছে আমাদের।