অধিনায়কেরা যখন অলরাউন্ডার

মাথাভাঙ্গা মনিটর: পয়েন্ট তালিকায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ রাউন্ডের আগেও বোঝা যাচ্ছিলো না সুপার লিগের শেষ দু দল কারা। একই চিত্র ব্যাট-বলের লড়াইয়েও। খেলোয়াড়দের মধ্যে চলছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে আলাদাভাবে নজর কাড়ছে আরও একটি বিষয় অধিনায়কদের অলরাউন্ড পারফরম্যান্স। ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তুললেন মাশরাফি বিন মুর্তজা। কলাবাগান ক্রীড়াচক্রের অধিনায়ক ৫১ বলে করেছেন ১০৪ রান। ব্যাটিংয়ে চমক তো ছিলোই, প্রিমিয়ার লিগে নিজের মূল ভূমিকা বোলিংয়েও ধারাবাহিক আলো ছড়িয়েছেন মাশরাফি। ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে দু ম্যাচ বাকি থাকতে বোলারদের তালিকায় কলাবাগান অধিনায়ক ছিলেন ২ নম্বরে।