অঘটনের শিকার চ্যাম্পিয়ন ম্যানসিটি

মাথাভাঙ্গা মনিটর: গত সপ্তায় শক্তিশালী লিভারপুলকে সহজে হারানোম্যানচেস্টার সিটি লিগের তৃতীয় রাউন্ডে এসেই হোঁচট খেল। ইংলিশ প্রিমিয়ারলিগে নিজেদের মাঠে স্টোক সিটির কাছে একমাত্র গোলে হেরে গেছে বর্তমানচ্যাম্পিয়নরা।নিউক্যাসল ইউনাইটেডকে তাদেরই মাঠে ২-০ গোলে হারানোরপর লিগে দ্বিতীয় ম্যাচে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছিলো কোচ মানুয়েল পেল্লেগ্রিনিরদল।ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গতকাল শনিবার দুর্বল প্রতিপক্ষের রক্ষণে শুরুথেকেই চড়াও হতে থাকে সিটির আক্রমণভাগ। প্রথমার্ধে গোল করার বেশ কবার সুযোগ পেয়েওগোল পায়নি তারা।
ওই সময়ে বল দখলে অতিথিরা পিছিয়ে থাকলেও গোলের সুযোগ তারাওদুবার পেয়েছিলো।ম্যাচের প্রথমার্ধের সিটি সবচেয়ে ভালো সুযোগটি পায় যোগ করাসময়ে। ডি বক্সের মধ্যে থেকে সতীর্থ ডিফেন্ডার আলেকসান্দার কোলারভের বাড়ানো বল ছোটডির মধ্যে পেয়ে যান ইয়াইয়া তোরে।কিন্তু কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) এতারকা মিডফিল্ডারের বাঁ পায়ের শটটি ক্রসবারে লাগে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেপাঁচ মিনিটের ব্যবধানে এগিয়ে যাওয়ার দুটি দারুণ সুযোগ পায় গত তিন মরসুমে দুবার লিগজেতা সিটি। কিন্তু ডি বক্সের মধ্যে থেকে দুবারই ব্যর্থ হয় তারা। প্রথমে ফরাসিমিডফিল্ডার সামির নাসরির শট আর পরে তোরের শট ফিরিয়ে দেন স্টোক সিটিরগোলরক্ষক।তোরের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার খানিক পরেই দুর্দান্ত একপাল্টা আক্রমণ থেকে সিটিকে হতাশায় ডোবান মামে বিরাম দিউফ। মাঝমাঠের অনেক আগে থেকেবল পায়ে ক্ষীপ্র গতিতে প্রতিপক্ষের সবাইকে পেছনে ফেলে ডি বক্সের মধ্যে ঢুকে ডানপায়ের শটে লক্ষভেদ করেন সেনেগালের ওই ফরোয়ার্ড।পিছিয়ে পড়ে আরো বেশিআক্রমণাত্মক হয়ে ওঠে ম্যাচে ফিরতে মরিয়া সিটি। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিলো তারাকিন্তু গোলের দেখা না পাওয়ায় হার এড়াতে পারেনি দলটি।ইতিহাদ স্টেডিয়ামেস্টোক সিটির এটা প্রথম জয়।