পথের ফুল

আনিসুর রহমান খান পথের ফুল তাদের বলি পথেই যারা কাজ করে নেই বস্ত্র পায় না খাবার পথের ধূলোয় বাস করে পথের বালি চোখের জল এতেই জীবন হচ্ছে নাস সুখের স্বপন জল টলোমল করছে শুধুই পরিহাস। বড় লোকে স্বপ্ন দেখে গরীব লোকের স্বপ্ন নাই শান শওকত লাগবে না কো এক মুঠো ভাত বস্ত্র চাই।

আম্মুর গল্প

মিম্মা সুলতানা মিতা মন্টি খোকা গল্প শুনে বেজায় ভারী রাগ, ছোট্ট খোকার হাতের থাবায় মরবে কেন বাঘ? বাঘের ইয়া থাবাতে যদি, ছোট্ট খোকা মরতো, তবেই না হয় গল্পটিও অনেক বেশী জমতো। আম্মু বলেন শুকনো মুখে তুইনা কতই বোকা, বাঘের থাবায় মরবে কেন? আমার মন্টি খোকা।

খোকার আঁকা ছবি

স্বপন শর্মা . আকাশ জুড়ে মেঘের ভেলা সারা দিনে করছে খেলা সাদা বকের ঝাঁক, দূরে কোথাও আকাশ ছুয়ে মিলছে নদীর বাঁক। নদীর ধারে কাশের বনে মাছ রাঙাটা বকের সনে ধরছে পুঁটি মাছ, হঠাৎ আবার উড়াল দিল শিকারি পেয়ে আঁচ। উড়াল দিল ছন্দ তালে বসল গিয়ে গাছের ডালে সবুজ পাতার ফাঁকে- সারাটা দিন রং তুলিতে খোকা… Continue reading খোকার আঁকা ছবি

পূজোর বাদ্যি

শশধর চন্দ্র রায় পূজো এলেই পূজোর বাদ্যি শঙ্খ, ঢাক ও ঢোল, বেজে চলে ঘণ্টা-কাঁসর মধুর কলরোল। মন্দিরে মন্দিরে পূজো নানান আয়োজন, বেজে চলে পূজোর বাদ্যি কাড়ে মানবমন। পূজোর আরতি হয় যখন সকাল-দুপুর-সাঁঝ, তখন বাজে পূজোর বাদ্যি হয় আরতি-নাচ।

সকাল বেলার পাখি!

নজরুল ইসলাম নাহিদ . রাত্রি শেষে সকাল বেলা. জাগছে যেন পাখি. এখনো তুমি ঘুমের ঘরে. খোলছো না কেন্ আখি। চেয়ে দেখ পুবের দেশে. উঠছে হেসে রবি, আলোর চ্ছটায় ভোর প্রকৃতি. চমকাচ্ছে সবি । উঠে পড়ো এবার না’হয়. অনেক হলো ঘুম, অজু করে নাময পড়ে দাও কোরানে চুম ।

শরৎ এলো

– অমিতাভ মীর নদীতীরে কাশবনে, এ কি হিল্লোল, দোলনচাঁপার গন্ধে, মন উতরোল! বহে মাতাল হাওয়া, বন পল্লবে, শিউলি বিছানো পথ সেজেছে নীরবে। শিউলি আর শিশিরে হবে মাখামাখি, ফিরবে পথিক প্রাতে তাই জাগে আঁখি। শিউলি বিছানো পথ মাড়িয়ে চরণে, পথিক পথভোলা আসলো আনমনে। শরৎ এলো, শরৎ, এলো বনে বনে, সাদা মেঘের খেলায়, রঙ চড়েছে মনে। পরিযায়ী… Continue reading শরৎ এলো

ক্ষুধার গল্প

অনিক শুভ – মা, ও মা। খিদে পেয়েছে। খেতে দাও। -পড়া কমপ্লিট হয়েছে? – আর একটু আছে। – ওকে কমপ্লিট করে খেতে এসো। টুনি। ক্লাস ফোরে পড়ে। অনেক মেধাবী। সব সময় অজানাকে জানার প্রতি আগ্রহ বেশি তার। কয়েকদিন ধরে ওর মাথার মধ্যে কিছু প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে। এই যেমনÑ আমাদের কেন খিদে লাগে, খিদে… Continue reading ক্ষুধার গল্প