সকাল বেলার পাখি!

নজরুল ইসলাম নাহিদ
.
রাত্রি শেষে সকাল বেলা.
জাগছে যেন পাখি.
এখনো তুমি ঘুমের ঘরে.
খোলছো না কেন্ আখি।
চেয়ে দেখ পুবের দেশে.
উঠছে হেসে রবি,
আলোর চ্ছটায় ভোর প্রকৃতি.
চমকাচ্ছে সবি ।
উঠে পড়ো এবার না’হয়.
অনেক হলো ঘুম,
অজু করে নাময পড়ে
দাও কোরানে চুম ।