পূজোর বাদ্যি

শশধর চন্দ্র রায়

পূজো এলেই পূজোর বাদ্যি
শঙ্খ, ঢাক ও ঢোল,
বেজে চলে ঘণ্টা-কাঁসর
মধুর কলরোল।

মন্দিরে মন্দিরে পূজো
নানান আয়োজন,
বেজে চলে পূজোর বাদ্যি
কাড়ে মানবমন।

পূজোর আরতি হয় যখন
সকাল-দুপুর-সাঁঝ,
তখন বাজে পূজোর বাদ্যি
হয় আরতি-নাচ।