৯৫ ভাগ লিচু ও ১০০ ভাগ জামে ফরমালিন: পবা

স্টাফ রিপোর্টার:মওসুমি ফলের নমুনা পরীক্ষা করে ৯৫ ভাগ লিচু ও ১০০ভাগ জামে বিষাক্ত ফরমালিন পেয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। ঢাকারবিভিন্ন বাজার থেকে ফল সংগ্রহ করে তারা এ পরীক্ষা চালায়। এছাড়া, অন্যান্যফলেও ফরমালিন পাওয়া গেছে। গতকাল রাজধানীর কলাবাগানে পবা’র কার্যালয়ে একসংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঢাকার বাজারে মওসুমি ফলে বিষাক্তফরমালিন ব্যবহারের বর্তমান পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করাহয়। সংবাদ সম্মেলনে পবা’র নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান জানান, ১লা থেকে ১০ই জুন পর্যন্ত ঢাকার ৩৫টি এলাকা থেকে আম, জাম, লিচু, আপেল ওমালটা সংগ্রহ করে পবা’র কার্যালয়ে তা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৪টি নমুনাজামের সব ক’টিতেই ফরমালিন পাওয়া গেছে। সংগৃহীত লিচুর ৯৫ ভাগে ফরমালিনেরউপস্থিতি রয়েছে। এছাড়া, ৬৬ ভাগ আম, ৫৯ ভাগ আপেল, ৬৯ ভাগ মালটা ও ৮৭ ভাগআঙুরে ফরমালিনের উপস্থিতি রয়েছে। ঢাকার পাশাপাশি গত ২২ ও ২৩শে এপ্রিলচট্টগ্রামের কয়েকটি বাজার থেকে ফলে নমুনা সংগ্রহ করে পবা। সংগৃহীত সফেদা, আনারস ও আঙুরে ১০০ শতাংশ ফরমালিন পায় তারা। এছাড়া ৩৩ ভাগ আপেল, ৭৭ ভাগমালটা ও ৫০ ভাগ কমলায় ফরমালিনের উপস্থিতির কথা জানিয়েছে সংগঠনটি। পবা’র মতেখাদ্যে ফরমালিন মেশানোর সাথে জড়িত ব্যক্তি ও বিক্রেতাদের ভ্রাম্যমাণআদালতের মাধ্যমে শাস্তি দেয়াই যথেষ্ট নয়। এক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক) ধারা ব্যবহার করার দাবি জানিয়েছেন সংগঠনটির নির্বাহী সাধারণ সম্পাদকমো. আবদুস সোবহান। ওই ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে।