৭০ হাজার টাকা নিয়ে তালাকের ৬ দিনের মাথায় আবারও বিয়ে

 

আলমডাঙ্গা ব্যুরো: মিরপুর উপজেলার চকহারদী গ্রামের জিনারুলের কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে ছত্রপাড়া গ্রামের রুবিনাকে তালাক দিয়ে ৬ দিনের মাথায় আবারও জোরপূর্বক বিয়ে দিয়েছে রুবিনার চকহারদী গ্রামের আরাজ আলী।

জানা গেছে, মিরপুর উপজেলার চকহারদী গ্রামের ছমির আলীর ছেলে জিনারুল ৪ বছর পূর্বে ছত্রপাড়া গ্রামের ঠাণ্ডুর মেয়ে রুবিনার সাথে বিয়ে হয়। বিয়ের বছরখানেক পরেই তাদের সংসারে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। তাদের সংসার খুব ভালোভাবেই চলতে থাকে। হঠাৎ করে তাদের সংসারে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। গত ৩  এপ্রিল জিনারুল শ্বশুরবাড়ি ছত্রপাড়ায় যায়। শ্বশুরবাড়ির লোকজন জিনারুলকে আটকে রাখে। আলমডাঙ্গা থানা পুলিশের হস্তক্ষেপে জিনারুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ৬ এপ্রিল রোববার আলমডাঙ্গা থানা চত্বরে জিনারুল ৭০ হাজার টাকা যৌতুক দিয়ে রুবিনাকে তালাক দেয়। গত শুক্রবার রাতে রুবিনাকে তার দুলাভাই নিজ গ্রামে নিয়ে আসে এবং রাতেই জিনারুলকে কৌশলে রুবিনার দুলাভাই আরাজ আলী তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী রুবিনাকে আবারও জিনারুলের সাথে বিয়ে দেয়। এ ঘটনায় জিনারুল ও তার পিতা ছমির গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গা থানায় মামলা করার জন্য ছুটে আসেন। ঘটনাটি আলমডাঙ্গা থানাধীন না হওয়ায় থানার অফিসার ইনচার্জ তাদেরকে মিরপুর থানায় অথবা কোর্টে মামলা করার পরামর্শ দেন।