৬ মে জেলায় জেলায় মানববন্ধন : চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত

এমপিওভুক্তির দাবিতে আবারো আন্দোলনে নামছেন শিক্ষক-কর্মচারীরা

 

স্টাফ রিপোর্টার: এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আবারো আন্দোলনে নামছেন। তাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির এক দফা দাবিতে তারা মানববন্ধন করবেন আগামী ৬ মে। একযোগে দেশের সব জেলা শহরে এ কর্মসূচি পালন করবে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। এ উপলক্ষে সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।

দেশের প্রায় ৭ হাজার নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা না পেয়ে ১৫-২০ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন। বিগত সরকার ২০১০ সালে দেড় সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে। সেসময় বলা হয়, এটি চলমান প্রক্রিয়া। প্রতি বছরই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত অব্যাহত থাকবে। কিন্তু এর পর থেকে প্রক্রিয়া থমকে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত ৩ বছর ধরে আন্দোলন করে আসছেন এমপিওভুক্তির দাবিতে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা আবারো হতাশ হয়েছেন। তারা আশা করেছিলেন নতুন সরকার এমপিও খাতে বরাদ্দ রাখবে। কিন্তু বিভিন্ন আলোচনায় সরকার এ ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করায় শিক্ষক-কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন। তারা আন্দোলন ছাড়া কোনো পথ দেখছেন না। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের সব জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব বরাবর স্মারকলিপি পেশ করবেন শিক্ষক-কর্মচারীবৃন্দ। এ উপলক্ষে গতকাল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জীবননগরের কাশেম আলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা চুয়াডাঙ্গা ইউসিসি কোচিং সেন্টার চত্বরে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন। আগামী ৬ মে সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলার সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ চুয়াডাঙ্গা সরকারি কলেজের নিকটবর্তী ইউসিসি কোচিং সেন্টার চত্বরে সমবেত হবেন। এরপর তারা চুয়াডাঙ্গা শহরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে স্মারকলিপি পেশ করবেন। এ কর্মসূচি সফল করতে আহাদ আলী মোল্লা, আবু সালেহ, সাইদুর রহমান, বখতিয়ার উদ্দিন, শহিদুল ইসলাম, মো. আলী জিন্নাহ, আব্দুল আলীম, জামাল উদ্দীন, এমাজ উদ্দিন, নুরুজ্জামান, জামাল উদ্দীন, রাশেদুল ইসলাম, সাইদুর রহমান, শফিউদ্দিন, সাবিনা ফেরদৌস হীরাসহ উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ জেলার সকল নন-এমপিও শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।