৫ দফা দাবিতে সাইকেলে চড়ে সারা বাংলা ভ্রমণে নাহিদ

মেহেরপুর অফিস: লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ভেলাবাড়ি গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে নাহিদ হাসান ৫ দফা দাবি নিয়ে বাইসাইকেলে চড়ে সারা বাংলাদেশ ভ্রমণ করছেন। তিনি ভেলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে পাশ করেছেন। পাশ করার পরপর তিনি মাত্র ৫শ টাকা দামের একটি বাইসাইকেল নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন। গত ১২ই এপ্রিল তিনি লালমনিরহাট জেলা থেকে শুরু করেন যাত্রা। গতকাল শনিবার মেহেরপুর জেলায় পৌঁছে ভ্রমণ শেষ করে। নাহিদ হাসান বিভিন্ন জেলায় সাইকেল খেলা ও ম্যাজিক দেখিয়েছেন। তার ৫ দফা দাবির মধ্যে রয়েছে- বাল্য বিয়েকে না বলুন; মাদক মুক্ত দেশ গড়ুন, মাদককে না বলনু, বাল্য বিয়েকে বন্ধ করুন, শিক্ষক মানুষ গড়ার কারিগর, শিক্ষককে ভাল বাসুন, নিজেরদেরকে ভালবাসুন ও নিজের মাতৃভাষাকে ভালোবাসুন। নাহিদের শেষ ইচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে একটি স্বারক লিপি তুলে দেয়া।