৫৩ হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার : দুজন আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর পূর্বধোলাইপাড় এলাকা থেকে ৫৩ হাজার ১০০টি ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় আমিনুল ইসলাম (২৩) ও তৌফিক ইমাম (২৫) নামে দুজনকে আটক করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে রাজধানীর ১৭৫/এ পূর্ব ধোলাইপাড় এলাকায় থেকে ভুয়া পরিচয়পত্রসহ তাদের আটক করা হয়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক আমিনুল ইসলাস মামুনের কাছ থেকে ৪ হাজার ৬৫০টি ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ রঙিন ছবি উদ্ধার করা হয়। পরে মামুনের দেয়া তথ্যমতে, টঙ্গী থেকে তৌফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪৮ হাজার ৪৫০টি ভুয়া পরিচয়পত্রও ৩১ হাজার ৬৫০টি রঙিন ছবি আটক করা হয়। এ সময় একটি কম্পিউটার, প্রিন্টারসহ ৮টি বাংলালিংক সিম উদ্ধার করা হয়। আটকের পর তারা জানায়, তারা ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে বিক্রি করে আসছিলো। এসব পরিচয়পত্র দিয়ে সিম তুলে অপরাধীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো বলে জানানো হয়। পরে আটক দুজনকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়।