২৬ সেপ্টেম্বর থেকে ঈদে রেলের অগ্রিম টিকিট

 

 

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। টিকিট পাওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ৩ অক্টোবর থেকে ফিরতি টিকেট দেয়া হবে। মঙ্গলবার দুপুরে রেলভবনের সম্মেলনকক্ষে সাংবাদিকদের রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান। এ সময় তিনি আর চিরকুমার থাকছেন না বলেও জানান সাংবাদিকদের। মন্ত্রী জানান, একজন যাত্রী লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারবেন। প্রথম দিন পাওয়া যাবে ঈদের ৫ দিন আগের টিকেট। তিনি আরো জানান, ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ট্রেন ছাড়া হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত থাকবে। চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা। এর আগে ৪ অক্টোবর রয়েছে হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমীর ছুটি। এদিকে সংবাদ সম্মেলনে বিয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, কথা সত্যি। সময়মতো সব বলবো। তবে চিরকুমার আর থাকছি না।