২১ সেপ্টেম্বর থেকে বাসের অগ্রিম টিকিট

 

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬০টির বেশি রুটে বাসের আগাম টিকেট দেয়া হবে ২১ সেপ্টেম্বর থেকে। গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রি করা হবে। অপরদিকে বিআরটিসির আগাম টিকিট বিক্রি শুরু করবে ২৬ সেপ্টেম্বর থেকে। গতকাল শনিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র মো. সালাউদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, ২১ সেপ্টেম্বর সকাল থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে রাষ্ট্রায়ত্ত্ব পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) তাদের আগাম টিকিট বিক্রি শুরু করবে ২৬ সেপ্টেম্বর থেকে। শিগগিরই এ বিষয়ে বৈঠক করে জানানো হবে বলে বিআরটিসি সূত্রে জানা গেছে।