২১ ডিসেম্বর পোলিও টিকা খাওয়ানো হবে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার আব্দুস শহীদ বলেছেন, ২০০৬ সাল থেকে বাংলাদেশে পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি। আগামী বছর অর্থাৎ ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পোলিও মুক্ত বাংলাদেশের সনদ মিলতে পারে। তাই আগামী ২১ ডিসেম্বর জাতীয় টিকা দিবসে সারাদেশের মতো মেহেরপুর জেলার ০ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে দু ফোটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। পোলিও মুক্ত দেশ গড়তে উপযুক্ত শিশুর পোলিও টিকা খাওয়ানোর আহবান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জাতীয় টিকা দিবস উপলক্ষে আয়োজিত প্রেস বিফ্রিং সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, রোবেলা হাম একটি ঘাতক জীবাণু। এর থেকে গর্ভের শিশু ও বিভিন্ন বয়সী মানুষ নানা ধরনের পঙ্গুত্ব বরণ করে। তাই রোবেলা টিকা অর্থাৎ এমআর টিকা প্রদান অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে আগামী ২৫ জানুয়ারী থেকে ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এমআর টিকা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে বিদ্যালয় ও দ্বিতীয় পর্যায়ে ইপিআই কেন্দ্রগুলোতে টিকা দেয়া হবে। প্রেস বিফ্রিং সভায় বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি রফিক-উল আলমসহ সাংবাদিকবৃন্দ। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।