২০ যাত্রীর দেহাবশেষ মালয়েশিয়ায় পৌঁছেছে

 

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনেরপূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়ে নিহত ২০ মালয়েশিয় যাত্রীর দেহাবশেষ দেশটিতেপৌঁছেছে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে বিশেষ বিমানে করে ২০মালয়েশিয় যাত্রীর দেহাবশেষ দেশটিতে পৌঁছায়। গতকাল শুক্রবার কুয়ালালামপুরআন্তর্জাতিক বিমানবন্দরে (স্থানীয় সময় সকাল ১০টা) দেহাবশেষগুলো নিয়ে যাওয়াহয়। সেখানে মালয়েশিয়ার রাজা আবদুল হালিম মুয়াদজাম শাহ,প্রধানমন্ত্রী নাজিবরাজাক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা কফিন গ্রহণ করেন। মালয়েশিয়ায় গতকাল জাতীয় শোকপালন করা হয়েছে।

দেশটির টিভি চ্যানেলগুলোতে পবিত্র কোরআন থেকেতেলাওয়াত পাঠ করা হচ্ছে। দেখানো হচ্ছে ওই ঘটনার সময়কার বিভিন্ন ফুটেজ।মালয়েশিয়ায় এই প্রথমবারের মতো সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় জাতীয় পর্যায়েএভাবে শোকপালন করা হলো। এর আগে রাজা বা বড় কোনো নেতার মৃত্যুর পর এভাবেরাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।গত ১৭ জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলেমালয়েশিয়ার উড়োজাহাজ এমএইচ-১৭ বিধ্বস্ত হলে ২৯৮ জন আরোহী নিহত হয়। এরমধ্যে  ২০ জন  ছিলেন মালয়েশিয়।