১ অক্টোবর থেকে ফেরিতে ডিজিটাল টিকিট

 

স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সংযাগস্থল পাটুরিয়া, দৌলতদিয়া ও কাজীরহাট ফেরিঘাটে আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ডিজিটাল পদ্ধতির ৱ্যাপিড পাস সিস্টেম ম্যাগনেটিক কার্ড। গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ পদ্ধতি চালু হলে হাতে লেখা টিকিটের আর প্রয়োজন হবে না। এমনকি যাত্রীদের টিকিটের জন্য কাউন্টারে অপেক্ষাও করতে হবে না। প্রতি সেকেন্ডে ১০ জন যাত্রী বিভিন্ন কাউন্টারে এ পাস ব্যবহার করতে পারবেন। ৩০ সেন্টিমিটার দূর থেকে এটি ব্যবহার করা যাবে। কার্ডটি ছয় মাত্রার নিরাপত্তা লেভেল সম্বলিত। এটির কোনো নকল তৈরি করা যাবে না।