১৫ সেকেন্ডেই জিতলেন দিদার বলী

 

 

স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহীজব্বারের বলী খেলায় এবারো চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের রামু উপজেলারদিদার বলী। রাঙ্গুনিয়ার ইউসুফ বলীকে মাত্র ১৫ সেকেন্ডে পরাস্ত করে ১০৫তমআসরের বিজয়ের মুকুট ছিনিয়ে নেন দিদার। এটি তার ১১তম শিরোপা।এবছর বলী খেলায় নারায়ণগঞ্জ, টেকনাফ, রামু, কক্সবাজার, চকরিয়া, বাঁশখালী, পটিয়া থেকে ১০৩ জন প্রতিযোগী নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যেতৃতীয় হননারায়নগঞ্জের হাবিবুর রহমান ও কুতুবদিয়ার সিকদার বলী চতুর্থ স্থান অধিকারকরেন। বিকেল ৩টার পর বলীখেলার উদ্বোধন করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাইখসিরাজ।
ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হতে ১৯০৯ সালের ২৫ এপ্রিল বলিখেলাবা মল্লযুদ্ধ দিয়ে সূচিত হয় এ বলি খেলা ও বোশেখী মেলার। চট্টগ্রামেরবদরপাতি এলাকার সওদাগর (ব্যবসায়ী) আবদুল জব্বার এটি শুরু করেছিলেন বলে তারমৃত্যুর পর তার নামেই এ উত্সবের নামকরণ জব্বারের বলি খেলা ও বোশেখীমেলা। সেই থেকে প্রতিবছর বোশেখের ১২ তারিখ অনুষ্ঠিত হয় বলি খেলা।