১৫ আগস্ট উপলক্ষে রচনা বইপাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা

 

১৫ আগস্ট ২০১৫ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চুয়াডাঙ্গার উদ্যোগে রচনা, বইপাঠ, ছড়া-কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ক গ্রুপ ৫ম থেকে ৮ম শ্রেণির জন্য ১ হাজার শব্দের মধ্যে ‘বঙ্গবন্ধুর শৈশবকাল’ রচনা। খ গ্রুপ ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রচনার বিষয়বস্তু ‍‘‘বঙ্গবন্ধুর ছাত্রজীবন’ লিখতে হবে ১ হাজার ২শ শব্দের মধ্যে। গ গ্রুপ স্নাতক থেকে স্নাতকোত্তর শ্রেণির জন্য রচনার বিষয়বস্তু ‘সংগ্রামী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ লিখতে হবে দেড় হাজার শব্দের মধ্যে। ঘ গ্রুপ সর্বসাধারণের জন্য ১ হাজার ৮শ শব্দের মধ্যে রচনার বিষয় ‘বাংলা ভাষা ও বঙ্গবন্ধু’। এছাড়া গ্রুপ ক ১ম থেকে ৪র্থ শ্রেণি এবং গ্রুপ খ ৫ম থেকে ৮ম শ্রেণির জন্য পাঠ, ছড়া আবৃত্তি প্রতিযোগিতা। রচনা আগামী ১৭ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে চুয়াডাঙ্গা জেলা সরকারি গণগ্রন্থাগারে জমা দিতে হবে। পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা আগামী ১৪ আগস্ট সকাল ৯টায় জেলা সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে ০১৭১৬ ৪৭৭১৫৯ মোবাইলফোনে যোগাযোগ করা যেতে পারে। প্রেসবিজ্ঞপ্তি।