১৫০ কোটি টাকার লোকসানের বোঝা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মোচিকের আখমাড়াই উদ্বোধন

 

কালীগঞ্জ প্রতিনিধি: ১৫০ কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের ২০১৬-২০১৭ আখ মাড়াই মরসুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টায় মিল হাউজের ডোঙায় আখ ফেলে আখ মাড়াই উদ্বোধন করেন ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন বিএসএফআইসি পরিচালক (সিডিআর) হাবিবুর রহমান, ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র মকছেদ আলী, মোচিকের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম। এবার একর প্রতি ৫৪ দশমিক ৭০ মেট্রিকটন সর্বোচ্চ ফলনের জন্য বালিয়াঙ্গার আখচাষি শাজাহান আলী শেখ ও সর্বোচ্চ ৪৩ দশমিক ৫৯ একর জমিতে আখচাষ করায় গোয়ালহুদা গ্রামের আখচাষি মাসুদ রানা পারভেজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবার মোবারকগঞ্জ চিনিকলে ৯০ হাজার মেট্রিক টক আখমাড়াই করে ৭ হাজার ৫শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্র রয়েছে। চিনি আহরণের হার ৭ দশমিক ৫০ ভাগ। এবার মাড়াই মরসুম চলবে ৭৫ দিন।