১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সাবধান

 

স্টাফ রিপোর্টার: দেশের১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের সাবধানতাঅবলম্বনের পরামর্শ দিয়েছে সরকার। এসব বিশ্ববিদ্যালয় সারাদেশে অন্তত ১৮৯টিঅবৈধ ক্যাম্পাস চালাচ্ছে। এক্ষেত্রে কেউ আদালতের স্থগিতাদেশকে ঢাল হিসেবেব্যবহার করছে। আবার কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে গায়ের জোরেই।বিশ্ববিদ্যালয়মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড.আতফুল হাই শিবলি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তারা ১২টিবিশ্ববিদ্যালয়ের তালিকা প্রণয়ন করেছেন। সাধারণভাবে এ ১২টি বিশ্ববিদ্যালয়েচারধরনের নেতিবাচক বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়একাধিক বৈশিষ্ট্যও ধারণ করছে। তিনি আরও জানান, এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিরব্যাপারে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভালো করে যাচাই-বাছাই করেসিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কেউ শিক্ষাজীবন বাপরবর্তী জীবনে ক্ষতিগ্রস্ত হলে তার দায়-দায়িত্ব সরকার নেবে না।ইউজিসিরতালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- দারুল ইহসান, প্রাইম, সাউদার্ন, বিজিসি ট্রাস্ট, ইবাইস, অতীশ দীপঙ্কর, পিপলস. আন্তর্জাতিক ইসলামীবিশ্ববিদ্যালয়, শান্ত মারিয়াম, নর্দার্ন, আমেরিকা বাংলাদেশ ও কুইন্সইউনিভার্সিটি।