১২টি আইপিএস ও ব্যাটারিসহ প্রায় ২৪ লাখ টাকার মালামাল চুরি

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ সংলগ্ন ন্যাশনাল ব্যাটারি হাউসে গভীর রাতে ট্রাক নিয়ে সংঘবদ্ধ চোরের হানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ সংলগ্ন ন্যাশনাল ব্যাটারি হাউজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে ওই ঘটনা ঘটে। দোকানের মালিক ইদ্রিস আলী ইদুর দাবি, গত শনিবার রাত ২টার দিকে সংঘবদ্ধ চোরেরা ট্রাক ভিড়িয়ে দোকান থেকে অন্তত ২৪০টি বিভিন্ন মডেলের হ্যামকো ব্র্যন্ডের ব্যাটারি ও ১২টি আইপিএস নিয়ে গেছে। যার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এছাড়া টেবিলের ড্রয়ার ভেঙে প্রায় ১৫ হাজার নগদ টাকা নিয়ে যায় তারা। ঘটনার পর ভোর ৫টার দিকে নাইট গার্ড ঠা-ু দোকানে চুরির বিষয়টি তাকে জানায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক এবং পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন।

প্রধান সড়কের পাশে দুঃসাহসিক চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষ। চুরির ধরন দেখে অনেকের অভিমত সংঘবদ্ধ চক্র এই দোকান সম্পর্কে ভালোভাবেই অবগত। শহরে একের পর এক চুরির ঘটনা ঘটে গেলেও পুলিশ চোরাই মালামাল উদ্ধার তো দূরের কথা চোরের টিকির নাগাল পাচ্ছে না, এ ব্যাপারেও ক্ষোভ দেখিয়েছেন তারা। সুনামের সাথে দীর্ঘদিন ব্যাটারি ব্যবসার সাথে জড়িত ইদ্রিস আলী ইদুর দোকানে চুরির খবর শহরে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছান আশপাশের ব্যবসায়ীরা।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, ঘটনার প্রেক্ষিতে দোকানের মালিক ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। চোরদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, ওই এলাকার নৈশপ্রহরীদের দায়িত্বে অবহেলার কারণে চুরির ঘটনা ঘটেছে, তাছাড়া শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাতে পাহারা দেয়ার দায়িত্বে যে নৈশপ্রহরী রয়েছেন তাদের অধিকাংশই বয়সের ভারে ন্যুজ। শক্ত, সমর্থ নৈশপ্রহরী নিয়োগ দিতে দোকানমালিক সমিতির নেতৃবৃন্দকে কয়েকবার তাগাদা দেয়া হয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। এছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি।