১০ দফা দাবিতে ঝিনাইদহে ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

 

ঝিনাইদহ প্রতিনিধি: দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদাসহ ১০ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের চাকলাপাড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। প্ল্যাকার্ড ও ব্যানার সংবলিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পাঁয়রা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখে- ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী নুরুল আফসার সবুজ, অমিত কুণ্ডু, ওমর ফারুক, মোহাম্মদ রাব্বি, মাইনুল ইসলাম, আসাদুল হক, আবদুল কাইয়ুম, জহিরুল ইসলাম, রুথ চৌধুরী, জান্নাত আরা, প্লাটিনাম জুবলী, ফয়সাল আহমেদ, সাইফুল ইসলাম, বাদল হোসেন ও লিয়ন হোসেন। সমাবেশ চলাকালে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে আধাঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।