হোড়া খেতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু

ড়া খেতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু

স্টাফ রিপোর্টার: রাস্তার পাশে ছোলা মসুরির হোড়া করছে দেখে সেখানে দাঁড়িয়ে আগুনে ঝলসে গেছে সাড়ে ৩ বছরের শিশু অন্তর। সে আলমডাঙ্গার পল্লি খাসকররা উত্তরপাড়ার শ্রী পলান অধিকারীর ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির অদূরবর্তী রাস্তায় এ ঘটনা ঘটে। শিশু অন্তরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দিয়েছেন।

জানা গেছে, পলান অধিকারীর স্ত্রী শ্রীমতি বুলবুলী অধিকারী তার শিশুসন্তান অন্তরকে সাথে নিয়ে গ্রামের অদূরবর্তী জলাশয়ে স্নান করতে যান। সেখান থেকে গামছা পরে মায়ের সাথে বাড়ি ফেরার পথে শিশু অন্তর দেখে রাস্তার ওপর অপর দু শিশু নীরব ও শীতল হোড়া করছে। হোড়া খাওয়ার জন্য অন্তর সেখানে দাঁড়ায়। অসর্তকতায় গামছায় আগুন লেগে গেলে ঝলসে যায় শিশু অন্তর। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। শরীরের নিম্নাংশের অধিকাংশই ঝলসে গেছে। ফলে তার অবস্থা আশঙ্কাজনক।