হালকা তাপমাত্রা বাড়লেও মেঘ বৃষ্টির প্রভাবে বাড়তে পারে শীত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকার আকাশে গতকাল সারাদিন হালকা মেঘের ভেলা ভাসলেও রোদেরই প্রভাবই ছিলো বেশি। তবে গত মধ্যরাত থেকে বেড়েছে বৃষ্টির প্রভাব। সন্ধ্যার পর থেকে মেঘের প্রভাব বাড়ার সাথে সাথে শীতের দাপট কিছুটা কমেছে। মেঘলা কাটলে আবারও শীতের দাপট বাড়তে পারে। আবহওয়া অধিদফর এরকমই পূর্বাভাস দিয়ে বলেছে খুলনা, রাজশাহী, রংপুরসহ ঢাকা বিভাগের কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিনে খুলনা বিভাগের কোথাও বৃষ্টি না হলেও রংপুরের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। রাজাহারহাটে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহওয়া অধিদফতর। গতমধ্যরাতে চুয়াডাঙ্গায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। দেশের সর্বনি¤œ তাপমাত্রা গতকাল ছিলো তেতুঁলিয়ায় ১১ দশমিক ৫ আর সর্বোচ্চ ছিলো ঢাকায় ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ছিলো সর্বোচ্চ ২৭ দশমিক শূন্য ও সর্বনি¤œ ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হ্রাস পেতে পারে। মেঘ বৃষ্টির কারণে কুমড়ো বড়ি দেয়া অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছে। চলমান মেঘলা কাটলেই শীতের দাপট বাড়তে পারে। তখন গড়তে পারে কুমড়ো বড়ি দেয়ার অনুকূল পরিবেশ।